Last Updated: March 11, 2013 22:50

শ্রীলঙ্কা- ৫৭০/৪ (ডিঃ), ১১৬/১।। বাংলাদেশ-- ৬৩৮
সোমবার শ্রীলঙ্কায় ক্রিকেট দাদাগিরি দেখাল বাংলাদেশ । টেস্ট ক্রিকেটে তাদের সর্বোচ্চ রান করল বাংলাদেশ। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ডাবল সেঞ্চুরি করার প্রথম স্বাদ পেল কোনও বাংলাদেশী ক্রিকেটার। দেশে যখন তাদের তরুণ প্রজন্ম শাহবাগ স্কোয়ারে বিপ্লবের পথে হাঁটছে, তখন দেশের বাইরে মহম্মদ আশরাফুল- মুশফিকুর রহিমরা বাইশ গজে দেশের ক্রিকেটে বিপ্লব আনার পথে হাঁটলেন। প্রথম ইনিংসে বাংলাদেশ করল তাদের সর্বোচ্চ ৬৩৮ রান। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের রানের চেয়ে ৬৮ রান বেশি।
অধিনায়ক মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসাবে ডাবল সেঞ্চুরি করলেন। ২০০ রানে আউট হন মুশফিকুর। সেই সঙ্গে একটা টেস্ট ইনিংসে তিনটে শতরান করার কৃতিত্বও দেখালো বাংলার বাঘরা। গতকাল গল টেস্টে শতরান করেছিলেন মুশফিকুর রহিম, মহম্মদ আশরাফুল। আজ শতরান করলেন নাসির হুসেন। মঙ্গবৃলবার ম্যাচের শেষদিন, শ্রীলঙ্কা এখন এগিয়ে ৪৮ রানে। টেস্ট ড্রয়ের পথে যাচ্ছে। প্রসঙ্গত, শ্রীলঙ্কা সফরে আগের আট টেস্টের সাতটিতেই ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ।
First Published: Monday, March 11, 2013, 22:50