Last Updated: Monday, March 11, 2013, 22:50
সোমবার শ্রীলঙ্কায় দাদাগিরি করল বাংলাদেশের ক্রিকেট। টেস্ট ক্রিকেটে তাদের সর্বোচ্চ রান করল বাংলাদেশ। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ডাবল সেঞ্চুরি করার প্রথম স্বাদ পেল কোনও বাংলাদেশী ক্রিকেটার। দেশে যখন তাদের তরুণ প্রজন্ম শাহবাগ স্কোয়ারে বিপ্লবের পথে হাঁটছে, তখন দেশের বাইরে মহম্মদ আশরাফুল- মুশফিকুর রহিমরা বাইশ গজে দেশের ক্রিকেটে বিপ্লব আনার পথে হাঁটলেন। প্রথম ইনিংসে বাংলাদেশ করল তাদের সর্বোচ্চ ৬৩৮ রান। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের রানের চেয়ে ৬৮ রান বেশি।