Muzaffarnagar riots: SC slams UP govt, says no need for CBI probe

মুজফ্ফরনগর দাঙ্গার দায় অখিলেশ সরকারের, বলল সুপ্রিম কোর্ট

লোকসভা ভোটের আগে সুপ্রিম কোর্টের বক্তব্যে অস্বস্তিতে সমাজবাদী পার্টি। মুজফ্ফরনগরের হিংসায় অখিলেশ যাদব সরকার মানুষের মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে, সরকারের আচরণে অবহেলার ছাপ রয়েছে বলে মনে করছে সর্বোচ্চ আদালত। রাজনৈতিক রঙ না দেখে সব অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশও দেওয়া হয়েছে।


তবে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়নি। হিংসা চলাকালীন ধর্ষিতা মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা করার জন্যও উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গোষ্ঠী সংঘর্ষ থামানোর চেষ্টা না করে যারা হিংসায় মদত দিয়েছে, তাদেরই বাঁচানোর চেষ্টা করছে উত্তরপ্রদেশ সরকার। এই অভিযোগে, সর্বোচ্চ আদালতে মামলা দায়ের হয়। গত বছর সেপ্টেম্বরে মুজফ্ফরনগরে বিভিন্ন হিংসাত্মক ঘটনায় প্রায় ষাট জন নিহত হন। অভিযুক্তদের তালিকায় রয়েছেন উত্তরপ্রদেশের ষোলো জন রাজনীতিবিদও।

First Published: Wednesday, March 26, 2014, 13:14


comments powered by Disqus