Last Updated: Monday, December 23, 2013, 10:36
মুজফফরনগরের দাঙ্গা বিদ্ধস্ত মানুষদের ত্রাণ শিবিরে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর হঠাৎ উপস্থিতি তৈরি করল রাজনৈতিক বিতর্ক। চলতি বছরের অগাস্টে ২৭ তারিখ উত্তরপ্রদেশের ভয়াবহ দাঙ্গায় প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ। গৃহহীন অবস্থায় এখনও ত্রাণ শিবিরে কোনওরকমে দিনগুজরান করছেন অনেকে। সেই ত্রাণশিবির পরিদর্শনে এসে শিবিরগুলির অবস্থা শোচনীয় বলে বর্ণনা করলেন রাহুল। রাহুল জানিয়েছেন ``শিবির গুলির অবস্থা শোচনীয়, শিশুরা মারা যাচ্ছে এখানে। যেখানেই আমি গিয়েছি সেখানেই মানুষ আমাকে জানিয়েছেন তাঁদের মধ্যে কোনও শত্রুতা নেই। তাঁরা সাম্প্রদায়িক সম্প্রীতি চান। ত্রাণ শিবিরের মানুষরা দাবি করেছেন এই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই এই দাঙ্গা সংগঠিত করা হয়েছে।``