Last Updated: January 7, 2012 15:54

হংকং-এ মুক্তি পেল শাহরুখের 'মাই নেম ইজ খান'। শুক্রবার হংকং-এ মুক্তি পায় ছবিটি। ভারতে 'মাই নেম ইজ খান' মুক্তি পেয়েছিল ২০১০-এর ১২ ফেব্রুয়ারি।
শাহরুখের অসাধারণ অভিনয় ও অনবদ্য চিত্রনাট্যের জন্য শুধু ভারতেই নয়, গোটা বিশ্বেই ব্যাপক সাড়া ফেলে দেয় ছবিটি। সবথেকে বেশী জনপ্রিয়তা পেয়েছিল দক্ষিণ কোরিয়ায়। বিশ্বের ২০০টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল 'মাই নেম ইজ খান'। সেরা ছবি, সেরা নায়ক, সেরা পরিচালক সহ বিভিন্ন বিভাগে একাধিক পুরস্কার পায় ছবিটি। একই রকম জনপ্রিয়তা হংকং-এও ধরে রাখবে 'মাই নেম ইস খান'? প্রশ্ন এখন সেটাই।
First Published: Saturday, January 7, 2012, 19:38