Last Updated: Monday, December 16, 2013, 17:50
বলিউডের বাদশা এবার সত্যিই আসছেন সারপ্রাইজ প্যাকেজ হিসেবে। তিনি নিজেই নিজের ফ্যান! তা-ও আবার যশরাজ ব্যানারে! কাণ্ডটা ঘটল কী করে? প্রোমোশন না ডিমোশন? আসলে পরিচালক মণীশ শর্মা ছোটবেলা থেকেই শাহরুখ খানের ফ্যান। সুপারস্টারের ফ্যান হলে ভক্তের কী অবস্থা হয় তা মর্মে মর্মে উপলব্ধি করে গল্পটি লিখে ফেলেছেন। নাম দিয়েছেন, ফ্যান। আর তিনি এটাই ঠিক করেছিলেন যে, চরিত্রটি তিনি বাদশা-কে দিয়েই করাবেন।