মিটিং মিছিল রুখতে বন্ধ হচ্ছে নবমহাকরণের ক্যান্টিন

মিটিং মিছিল রুখতে বন্ধ হচ্ছে নবমহাকরণের ক্যান্টিন

মিটিং মিছিল রুখতে বন্ধ হচ্ছে নবমহাকরণের ক্যান্টিননবান্ন, মহাকরণের পর এবার নবমহাকরণ। কর্মী আন্দোলন বন্ধ করতে নয়া উদ্যোগ রাজ্যের। মিটিং মিছিল রুখতে বন্ধ হচ্ছে নবমহাকরণের ক্যান্টিন এবং সংলগ্ন হল। কর্মীদের অভিযোগ এই সিদ্ধান্ত নিয়ে রাজ্যের তৈরি শ্রম আইনই ভাঙছে সরকার।

কর্মীদের মিটিং বন্ধ করতে মহাকরণের ক্যান্টিনহল আগেই বন্ধ হয়েছিল। এবার পালা নবমহাকরণের। ক্যান্টিন বন্ধের বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ত দফতর। কর্মীদের অভিযোগ, এতে লঙ্ঘিত হচ্ছে রাজ্যের শ্রম আইন।

রাজ্যের শ্রম আইন অনুসারে, কোনও অফিসে ২৫০-এর বেশি কর্মী থাকলে ক্যান্টিন থাকা বাধ্যতামূলক। মোট কর্মচারীর এক তৃতীয়াংশের একসঙ্গে খাওয়ার ব্যবস্থা থাকবে ক্যান্টিনে । প্রত্যেক কর্মীর জন্য বরাদ্দ থাকবে এক বর্গফুট জায়গা ।

সরকারি নিয়ম অনুযায়ী এই ধরণের ক্যান্টিনের খরচের একাংশ বহন করে সমবায় দফতর। একটানা ৪৬ বছর সরকারি ভর্তুকি পেলেও গত দুবছর ভর্তুকি দেওয়া বন্ধ করেছে সমবায় দফতর।

ক্যান্টিন সংলগ্ন হলটি সভা করার কাজে ব্যবহার করে কর্মচারী সংগঠনগুলি। প্রশ্ন উঠছে, কর্মী সংগঠনগুলির কার্যকলাপ বন্ধ করতেই কি এই সিদ্ধান্ত? প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কর্মীরা।

First Published: Saturday, July 5, 2014, 15:07


comments powered by Disqus