Last Updated: Saturday, July 5, 2014, 15:05
নবান্ন, মহাকরণের পর এবার নবমহাকরণ। কর্মী আন্দোলন বন্ধ করতে নয়া উদ্যোগ রাজ্যের। মিটিং মিছিল রুখতে বন্ধ হচ্ছে নবমহাকরণের ক্যান্টিন এবং সংলগ্ন হল। কর্মীদের অভিযোগ এই সিদ্ধান্ত নিয়ে রাজ্যের তৈরি শ্রম আইনই ভাঙছে সরকার।