Last Updated: February 26, 2014 14:33

মহেশ ভূপতির আইপিএলের স্টাইলে টেনিস লিগ শুরুতেই চমক দেবে। আইপিএলকে যারা টাকার খনি বলে ভাবেন, তারা ভূপতির উদ্যোগে শুরু হতে চলা আইপিটিএল (ইন্টারন্যাশানাল প্রিমিয়ার টেনিস লিগ)-এর খবরটা শুনুন। এই লিগে একটা ম্যাচ খেলে একজন খেলোয়াড় ৬ কোটি টাকারও বেশি অর্থ উপার্জন করবেন।
আইপিটিএলে মাত্র এক রাতে বিশ্বের এক নম্বর খেলোয়াড় রাফায়েল নাদাল ৬ কোটি ২০ লক্ষ টাকা ( ১০ লক্ষ মার্কিন ডলার)অর্থ উপার্জন করে ফেলবেন। যেখানে দু মাস ধরে চলা আইপিএল খেলে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করবেন যুবরাজ সিং (১৪ কোটি টাকা)। আগামী সপ্তাহে দুবাই আত্মপ্রকাশ করতে চলা আইপিটিএল-এর আয়োজকরা নাদালকে এমন প্রস্তাবই দিলেন।
বিশ্বের পাঁচটি শহরে এই প্রতিযোগিতা হবে। চলতি বছর নভেম্বরের ২৮ থেকে ডিসেম্বরের ২০ তারিখ মুম্বই, ব্যাঙ্কক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও হংকংয়ে হবে আইপিটিএল। আগামী রবিবার দুবাইয়ের হোটেলে খেলোয়াড়দের নিলাম হবে। নাদালের পাশাপাশি অ্যান্ডি মারেদের মত আরও অনেক বড় তারকাদের খেলতে দেখা যাবে এই আইপিটিএলে।
First Published: Wednesday, February 26, 2014, 14:48