Last Updated: Thursday, January 24, 2013, 17:27
প্রতিযোগিতার একাদশ দিনে এসে অস্ট্রেলিয়ান ওপেনে ভারতীয়দের চ্যালেঞ্জ শেষ হয়ে গেল। বৃহস্পতিবার মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে সানিয়া মির্জা, মহেশ ভূপতি বিদায় নিলেন। তৃতীয় বাছাই সানিয়া-বব ব্রায়ান জুটি ৫-৭, ৪-৬ হারলেন অবাছাই চেক জুটি হার্দাকা-ক্রামেকের বিরুদ্ধে। আর পঞ্চম বাছাই মহেশ ভূপতি-নাদিয়া পেত্রোভা জুটি জোর লড়াই চালিয়ে হারলেন ৩-৫, ৬-৩, ১১-১৩ অস্ট্রেলিয়ান জুটি জার্মিলা গ্যাডসোভা-ম্যাথু এবডেনের বিরুদ্ধে।