মোদীর কেদারভূমি পুনর্গঠনের প্রস্তাব খারিজ করল উত্তরাখণ্ড

মোদীর কেদারভূমি পুনর্গঠনের প্রস্তাব খারিজ করল উত্তরাখণ্ড

মোদীর কেদারভূমি পুনর্গঠনের প্রস্তাব খারিজ করল উত্তরাখণ্ড বন্যা বিপর্যস্ত উত্তরাখণ্ডে `সুপারম্যান` হয়ে গিয়েছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। পাহাড়ে আটকে পড়া গুজরাতের পর্যটকদের উড়িয়ে নিয়ে আসেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই উদ্ধারকার্যের জন্য `ছিঃ ছিঃ` কুড়িয়েছেন মোদী। প্রাদেশিকতার অভিযোগ ওঠে গুজরাতের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। রাজনীতির দর কষাকষি এবার নতুন দোরগোড়ায়। ১৬ই জুনের হড়াকা বানে প্রায় অক্ষত কেদারনাথ মন্দিরের সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন মোদী। প্রতিবেশী রাজ্যের এই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছে উত্তরাখণ্ড সরকার। দেবভূমির সংস্কারের খরচা উত্তরাখণ্ড সরকারই করবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনা।

বহুগুনা বলেন, "কেদারনাথ মন্দির পুণর্গঠনের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। সংস্কারের কাজ রাজ্য সরকারই করবে।" তবে কেউ সাহায্য করতে চাইলে তাকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গত সপ্তাহেই বহুগুনার সঙ্গে দেখা করে মন্দির পুনর্গঠনের প্রস্তাব দেন মোদী। গুজরাত সফরের সময়ই টুইট করে মোদী জানান, "বহুগুনাজির সঙ্গে দেখা হল। তাঁকে জানিয়েছি কেদারনাথ মন্দিরের গঠনের জন্য গুজরাত সাহায্য করতে প্রস্তুত।"

First Published: Wednesday, June 26, 2013, 19:17


comments powered by Disqus