হয়েছে শিলান্যাস, হয়নি প্রতিশ্রুতি মত হাসপাতাল

হয়েছে শিলান্যাস, হয়নি প্রতিশ্রুতি মত হাসপাতাল

কথা ছিল হাসপাতাল হবে। শিলান্যাসও হয়েছিল। কিন্তু, প্রতিশ্রুতি থেকে গিয়েছে প্রতিশ্রুতিতেই। আজও নদিয়ার কুপার্স ক্যাম্পের মানুষ পেলেন না হাসপাতাল। কুপার্স পুরবোর্ড এখন তৃণমূলের হাতে। অথচ হাসপাতাল তৈরির বিষয়ে তেমন কিছুই জানেন না পুরপ্রধান। দেশভাগের পর ছিন্নমূল বহু মানুষের ঠিকানা হয়েছিল এই কুপার্স ক্যাম্প। কয়েকহাজার পরিবারের বাস এই এলাকায়। কিন্তু, নেই কোনও হাসপাতাল। তাই দীর্ঘদিন ধরেই এই দাবি জানিয়ে আসছেন এলাকার মানুষজন। পুরসভা গঠনের পর থেকে মূলত বোর্ড থেকেছে কংগ্রেসের হাতে। একবার মাত্র বামেরা বোর্ড গঠন করেছিল। শঙ্কর সিংয়ের খাসতালুক বলে পরিচিত কুপার্স ক্যাম্পে অবশ্য স্বাভাবিকভাবেই জমি শক্ত কংগ্রেসের। দুহাজার বারোর শেষদিকে এখানেই একটি হাসপাতাল করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলান্যাসও হয়। কিন্তু, কোথায় কী?

পুরসভারই একটি ভাঙা ঘরে সপ্তাহে তিনদিন ওষুধ দেওয়া হতো। কিন্তু, সেই ঘরও ভেঙে ফেলা হয়েছে। বিক্রি হয়ে গিয়েছে আসবাবপত্র। এলাকাবাসী ভেবেছিলেন এবার হয়তো নতুন হাসপাতাল হবে।

কয়েকমাস আগে তৃণমূলের হাতে এসেছে পুরবোর্ড। হাসপাতালের বিষয়ে কী বলছেন পুরপ্রধান?

কেমন হবে হাসপাতাল? একসময়ে লাগানো হয়েছিল সেই বোর্ড। কুপার্স ক্যাম্পের বাসিন্দাদের কাছে এখন এটা নিছকই প্রহসন।

First Published: Thursday, June 12, 2014, 11:40


comments powered by Disqus