Last Updated: Thursday, June 12, 2014, 11:40
কথা ছিল হাসপাতাল হবে। শিলান্যাসও হয়েছিল। কিন্তু, প্রতিশ্রুতি থেকে গিয়েছে প্রতিশ্রুতিতেই। আজও নদিয়ার কুপার্স ক্যাম্পের মানুষ পেলেন না হাসপাতাল। কুপার্স পুরবোর্ড এখন তৃণমূলের হাতে। অথচ হাসপাতাল তৈরির বিষয়ে তেমন কিছুই জানেন না পুরপ্রধান। দেশভাগের পর ছিন্নমূল বহু মানুষের ঠিকানা হয়েছিল এই কুপার্স ক্যাম্প। কয়েকহাজার পরিবারের বাস এই এলাকায়। কিন্তু, নেই কোনও হাসপাতাল। তাই দীর্ঘদিন ধরেই এই দাবি জানিয়ে আসছেন এলাকার মানুষজন। পুরসভা গঠনের পর থেকে মূলত বোর্ড থেকেছে কংগ্রেসের হাতে। একবার মাত্র বামেরা বোর্ড গঠন করেছিল। শঙ্কর সিংয়ের খাসতালুক বলে পরিচিত কুপার্স ক্যাম্পে অবশ্য স্বাভাবিকভাবেই জমি শক্ত কংগ্রেসের। দুহাজার বারোর শেষদিকে এখানেই একটি হাসপাতাল করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলান্যাসও হয়। কিন্তু, কোথায় কী?