Last Updated: March 28, 2014 11:54

মিরাটে কংগ্রেসের মিছিলে এক যুবককে চড় মারলেন কংগ্রেস প্রার্থী নাগমা। অভিযোগ বৃহস্পতিবার মিরাটে কংগ্রেসের প্রচার মিছিলে উপছে পড়া ভিড়ের মধ্যে ওই যুবক নাগমার সঙ্গে অভব্য আচরণ করেন। তখনই মেজাজ হারিয়ে তাকে চড় কষিয়ে দেন কংগ্রেসের গ্ল্যামারাস প্রার্থী।
ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে মঞ্চে যাচ্ছিলেন নাগমা। তখনই ওই যুবকের আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠেন নাগমা। জানিয়ে দিয়েছেন এই ধরণের ঘটনা ঘটতে থাকলে আর কোনওদিনই মিরাটে আসতে চান না তিনি। এর আগেও নির্বাচনি প্রচারে দলেরই বিধায়ক গজরাজ শর্মার বিরুদ্ধে তাঁর শ্লীলতাহানি করার অভিযোগ তুলেছিলেন নাগমা।
First Published: Friday, March 28, 2014, 11:54