Last Updated: Friday, April 12, 2013, 17:44
শ্রীসন্থ আবার খবরে ফিরলেন। আর হ্যাঁ অবশ্যই, এবারও ক্রিকেটীয় কারণে নয়। আইপিএলের ভরা মরসুমে কেরালার এই পেসার এমন একটা বিতর্ক তুললেন যা নিয়ে বাজার গরম করা যায়। শ্রীসন্থ ঝুলি থেকে বের করলেন আইপিএলের চড় কাণ্ড (`স্ল্যাপ গেট` বিতর্ক)। হরভজনকে নিয়ে বললেন, ও পিছনে থেকে ছুরি মারে।