Last Updated: January 23, 2012 16:45

নাইজেরিয়ায় সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয়েছে ২৩ বছরের কেবল কুমার কালিদাস রাজপুতের। শোকস্তব্ধ পরিবারের আর্জি, তাঁর দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক।
গুজরাতে কেবলের বাড়িতে এখন কান্নাভেজা চোখে অপেক্ষায় বসে তাঁর বাবা-মা। ছেলের দেহ ফিরে পেতে সাহায্যের জন্য তাঁরা সরকারের দিকে তাকিয়ে। ইতিমধ্যে এব্যাপারে তাঁদের সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন বিদেশমন্ত্রী।
গত শুক্রবার উত্তর নাইজেরিয়ার কানো শহর কেঁপে উঠেছিল ধারাবাহিক বিস্ফোরণে। পরপর ২০টি বিস্ফোরণ হয়। একের পর বিস্ফোরণে এখনও পর্যন্ত ১৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত বহু মানুষ। তাঁদের মধ্যে দুই শিশু সহ ছজন ভারতীয় নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।
এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গি সংগঠন বোকো হারাম।
First Published: Monday, January 23, 2012, 16:45