Last Updated: March 3, 2014 21:23

নাম না করে এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন অবসরপ্রাপ্ত আইপিএস নজরুল ইসলাম। তাঁর মাধ্যমে টাকা তোলার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। বাধা দেওয়াতেই গণ্ডগোলের সূত্রপাত বলে বলে দাবি করেছেন নজরুল।
মুখ্যমন্ত্রী-নজরুল ইসলাম সংঘাত আরও তীব্র চেহারা নিল। সোমবার নিজের বইপ্রকাশ অনুষ্ঠানে নাম না করে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেন নজরুল। তাঁর মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত আইপিএস। কাজের ফাঁকে সময় বের করে তিনটি বই লিখেছেন। বইয়ের নাম থেকে বিষয়বস্তু, সবেতেই রয়েছে আক্রমণের ঝাঁঝ।
পদোন্নতি মামলায় ডিজি নিয়োগকে কেন্দ্র করে সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে নজরুল ইসলামের সংঘাত চরমে পৌছয়। ডিজি নিয়োগ নিয়ে ক্যাটের নির্দেশ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অবসরপ্রাপ্ত আইপিএস। তার মধ্যেই সোমবার ফের বোমা ফাটালেন নজরুল।
First Published: Monday, March 3, 2014, 21:23