Last Updated: February 21, 2014 09:13

বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর পর এবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে পালাবদলের কারিগর। গত বৃহস্পতিবার নরেন্দ্র মোদীর পর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল।
চলতি মাসের মাঝামাঝি বৈঠকের জন্য সময় চেয়ে দিল্লির মার্কিন দূতাবাস থেকে চিঠি পাঠানো হয় নবান্নে। সেই চিঠিতে বলা হয় একুশে ফেব্রুয়ারি দুপুর দুটো তিরিশ থেকে তিনটে তিরিশের মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চান ন্যান্সি পাওয়েল। এদিন রাজ্যপালের ডাকা মধ্যাহ্নভোজেও যোগ দিতে পারেন মার্কিন রাষ্ট্রদূত। রাজ্যে রাজনৈতিক পালাবদলের ঠিক একবছরের মাথায় দুহাজার বারো সালের মে মাসে মুখ্যমন্ত্রী সঙ্গে দেখা করেন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিনটন। সেইবছরই সেপ্টেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথমবারের জন্য বৈঠকে বসেন ন্যান্সি পাওয়েলও।
বার লোকসভা নির্বাচনের ঠিক আগে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ন্যান্সি পাওয়ালের বৈঠক ঘিরে এখন জোর জল্পনা রাজনৈতিক মহলে । মনে করা হচ্ছে, ভারতে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মেলাতেই এই পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের।
First Published: Friday, February 21, 2014, 09:13