ফের ইনফোসিস মূর্তির হাতে

ফের ইনফোসিস মূর্তির হাতে

ফের ইনফোসিস মূর্তির হাতেসঙ্কটে ফের নারায়নমূর্তির দ্বারস্থ হতে হল ইনফোসিসকে। ইনফোসিসের এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে (সিইও) পদে ফের ফিরিয়ে আনা হল নারায়ণমূর্তিকে। সংস্থার অতিরিক্ত ডিরেক্টরও করা হয়েছে তাঁকে৷ আগামী ৫ বছরের জন্য এই পদে থাকবেন তিনি৷ চেয়ারম্যানের পদ থেকে সরতে চলেছেন কেভি কামাথ।

জানা গিয়েছে, ক্রমাগত ধুকতে থাকা সংস্থাকে ফর্মে ফেরাতে দায়িত্ব হাতে নিতে চলেছেন নারায়ণমূর্তি। ১৯৮১-তে ইনফোসিস তৈরি করেন মুর্তি। টানা ২১ বছর সংস্থার সিইও পদে থেকেছেন তিনি। ১০ হাজার টাকার পুঁজিতে ইনফোসিসের গঠন করেছিলেন মূর্তি। সংস্থাকে ধীরে ধীরে তথ্যপ্রযুক্তি শিল্পের শীর্ষে পৌঁছেদেন তিনিই। নতুন করে পদে ফিরে আসাকে `আকস্মিক` বলেই মন্তব্য করেছেন নারায়ণ মূর্তি।







First Published: Saturday, June 1, 2013, 15:58


comments powered by Disqus