নারায়ণ মূর্তি - Latest News on নারায়ণ মূর্তি| Breaking News in Bengali on 24ghanta.com
ফের ইনফোসিস মূর্তির হাতে

ফের ইনফোসিস মূর্তির হাতে

Last Updated: Saturday, June 1, 2013, 13:06

ইনফোসিসকে ট্রাকে ফেরাতে কার্যনির্বাহী চেয়ারম্যানের পদে ফিরছেন নারয়ণ মূর্তি। জানা গিয়েছে, চেয়ারম্যানের পদ থেকে সরতে চলেছেন কেভি কামাথ। ক্রমাগত ধুকতে থাকা সংস্থাকে ফর্মে ফেরাতে দায়িত্ব হাতে নিতে চলেছেন নারায়ণ মূর্তি।