Last Updated: February 20, 2014 18:26

লোকসভা ভোট দরজায় করা নাড়ছে। দেশের আমজনতার কানে নিজের ও দলের গুনগান গাইতে ব্যস্ত এখন সব দলের নেতা নেত্রীরাই। আর এর জন্য ছোট থেকে বড়, কোনও সুযোগই ছাড়তে রাজি নন কেউই। এবার নিজের প্রচারের জন্য ফেসবুকের হাত ধরলেন ভারতের তাবড় তাবড় নেতা-নেত্রীরা। মার্চ মাস থেকে ফেসবুকের মাধ্যমে সরাসরি দেশের জনগণের সঙ্গে আলোচনা করবেন মোদী থেকে মমতা, অখিলেশ যাদব থেকে অরবিন্দ কেজরিওয়াল।
ফেসবুক ব্যবহারকারীরা সরাসরি প্রশ্ন করতে পারবেন ভারতের রাজনৈতিক `হুস হু`-দের। ২০১৪ লোকসভা নির্বাচনকে মাথায় রেখে ফেসবুক কর্তৃপক্ষ `ফেসবুক টকস লাইভ` বলে নতুন এক উদ্যোগ নিয়েছে।
ফেসবুকের ভারত ও দক্ষিণ আফ্রিকার পাবলিক পলিসি ডিরেক্টর আঁখি দাস জানিয়েছেন ``Facebook Talks Live`-এর মাধ্যমে আপনারা এবার থেকে নরেন্দ্র মোদী, অরবিন্দ কেজরিওয়াল, মমতা ব্যানার্জি, অখিলেশ যাদব, লালুপ্রসাদ যাদবের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। তাঁদের জিজ্ঞাসা করতে পারবেন কীভাবে তাঁরা ভারতকে গড়তে চান, কোন,কোন বিষয়কে গুরুত্ব দিতে চান, দেশ চালানোর জন্য কোন বিষয়ের উপর জোড় দিতে চান।``
আজ থেকেই এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহারকারীরা পছন্দের নেতা বা নেত্রী তাঁদের জন্য তৈরি করা পেজে প্রশ্ন করতে পারবেন।
First Published: Thursday, February 20, 2014, 18:26