Last Updated: Thursday, February 20, 2014, 18:26
লোকসভা ভোট দরজায় করা নাড়ছে। দেশের আমজনতার কানে নিজের ও দলের গুনগান গাইতে ব্যস্ত এখন সব দলের নেতা নেত্রীরাই। আর এর জন্য ছোট থেকে বড়, কোনও সুযোগই ছাড়তে রাজি নন কেউই। এবার নিজের প্রচারের জন্য ফেসবুকের হাত ধরলেন ভারতের তাবড় তাবড় নেতা-নেত্রীরা। মার্চ মাস থেকে ফেসবুকের মাধ্যমে সরাসরি দেশের জনগণের সঙ্গে আলোচনা করবেন মোদী থেকে মমতা, অখিলেশ যাদব থেকে অরবিন্দ কেজরিওয়াল।