Narendra Modi flies to Brazil for BRICS Summit, expects `meaningful meetings`

বিশ্বকাপের দেশে ব্রিকস-এ গড়ার খেলায় যোগ দিতে চললেন মোদী

বিশ্বকাপের দেশে ব্রিকস-এ গড়ার খেলায় যোগ দিতে চললেন মোদীব্রিকস সম্মেলনে যোগ দিতে ব্রাজিল রওনা হলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এই প্রথম একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করবেন তিনি। ব্রাজিল সফরে আঞ্চলিক নিরাপত্তা, বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ব্রিকস দেশগুলির নিজস্ব ব্যাঙ্ক তৈরির বিষয়টিও এ বারের সম্মেলনে গতি পাবে বলে আশাবাদী তিনি। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়েও কথা হবে ব্রিকস সম্মেলনে। ব্রাজিলের ফোর্টালেজায় আগামী মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত হবে ব্রিকস শীর্ষ সম্মেলন। মোদী ছাড়াও থাকবেন ব্রাজিল, চিন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্র প্রধানরা।

ব্রাজিল সফরে যাবার আগে প্রধানমন্ত্রী বিবৃতি দেন, ব্রিকস সম্মেলন ভারতকে এক নতুন সুযোগ এনে দিতে পারে। আন্তজার্তিক স্তরে ভারত তুলে ধরবে আঞ্চলিক সমস্যাগুলি। প্রধানমন্ত্রী আসনে বসে মোদীর প্রথম ব্রিকস সম্মেলনে সাক্ষাত করবেন দক্ষিণ আফ্রিকার, ব্রাজিল, চিন, রাসিয়ার রাষ্ট্রপ্রধানের সঙ্গে।

First Published: Sunday, July 13, 2014, 14:04


comments powered by Disqus