Last Updated: Thursday, March 28, 2013, 17:02
ডারবানে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে চিনের নতুন প্রেসিডেন্ট শি জিংপিনের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। জিনপিং প্রেসিডেন্টের কার্যভার গ্রহণ করার পর মনমোহন সিংয়ের সঙ্গে এটিই ছিল তাঁর প্রথম সাক্ষাত্। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। মনমোহন-জিনপিং দুই নেতাই দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের ওপর জোর দিয়েছেন বলে জানানো হয়েছে। সীমান্ত সমস্যা, দ্বিপাক্ষিক বাণিজ্যের মতো নানা বিষয়ে কথা হলেও পঁচিশ মিনিটের বৈঠকে গুরুত্ব পেয়েছে ব্রহ্মপুত্র।