তিন রূপে মোদী- বাগিচার শহরে পদ্মকাঁটা তুললেন, মনমোহনকে ঠাট্টা করলেন, ঘরের খোঁচা খেলেন

তিন রূপে মোদী- বাগিচার শহরে পদ্মকাঁটা তুললেন, মনমোহনকে ঠাট্টা করলেন, ঘরের খোঁচা খেলেন

তিন রূপে মোদী- বাগিচার শহরে পদ্মকাঁটা তুললেন, মনমোহনকে ঠাট্টা করলেন, ঘরের খোঁচা খেলেনএকই দিনে তিনটে ঘটনা ঘটল বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে নিয়ে। কর্ণাটকে দলের তুমুল বিরোধ মিটিয়ে ফেল মোদী ম্যাজিক। আবার প্রধানমন্ত্রী মনমোহন সিংকে এমন কটাক্ষ করলেন যা ফেসবুকে তুমুল জনপ্রিয় হল। আর শেষে এনডি-র শরিক দল শিবসেনার সমালোচনার মুখে পড়লেন।

এক নজরে দেখে নেওয়া যাক মোদীকে নিয়ে হওয়া তিন খবর---

বিরোধ ভুলে দলে ফিরলেন ইয়েদুরাপ্পা- গত বছর দীর্ঘ ৪০ বছরের সম্পর্ক ছিন্ন করে বিজেপি ছেড়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। বিএস ইয়েদুরাপ্পার হাত ধরেই দক্ষিণ ভারতে বিজেপির রাজ্য ক্ষমতায় পদার্পণ। কিন্তু জমি কেলেঙ্কারির জেরে দল ছাড়ার পর ইয়েদুরাপ্পার সঙ্গে দলের দূরত্ব বাড়ে। বিজেপি ছেড়ে নতুন দল গড়েন তিনি। কিন্তু বিধানসভা নির্বাচনে হাল পানি পাননি ইয়েদুরাপ্পা। এরপর মোদীর জয়গান শোনা যায় ইয়েদুরাপ্পার গলায়। লোকসভা নির্বাচনের আগে বিরোধ ভুলে তাই ইয়েদুরাপ্পাকে কাছে টেনে নেন মোদী। ফলস্বরূপ দক্ষিণের একমাত্র পদ্মরাজ্যে কাঁট তুললেন গুজরাটের প্রধানমন্ত্রী।


মনমোহন সিংকে কটাক্ষ মোদীর-- সত্যিই ভাল সময় আসছে। প্রধানমন্ত্রী মনমোহন সিংকে কটাক্ষ বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর। গতকালই প্রধানমন্ত্রী ভাল সময় আসছে বলে দেশবাসীকে আশ্বস্থ করেছেন। আজ দিল্লিতে প্রবাসী ভারতীয় দিবসের অনুষ্ঠানে মোদীর মন্তব্য, চার থেকে ছয় মাসের মধ্যেই ভাল সময় আসছে।

গুজরাটের মুখ্যমন্ত্রী পদ ছাড়ুন মোদী, বললেন রাজ থ্যাকারে-- শিবসেনার সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্কটা কখনই মধুর নয়। যার ঠ্যালা এখনও বুঝছেন মোদী। আজ যেমন শিবসেনা প্রধান রাজ থ্যাকারে বললেন,কেউ যদি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে লড়াই করে, তাহলে তাঁকে অবশ্যই আগে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হয়। একই সঙ্গে রাজ থ্যাকারের কটাক্ষ মহারাষ্ট্রে এসে সর্দার বল্লভ প্যাটেলের মূর্তি নিয়ে মোদী অনেক কথা বললেন, কিন্তু কেন শিবাজি মহারাজকে নিয়ে একটা কথাও বললেন না। আসলে উনি গুজরাটের বাইরে বেরিয়ে আসতে পারছেন না।

First Published: Thursday, January 9, 2014, 15:12


comments powered by Disqus