Last Updated: Thursday, January 9, 2014, 15:12
একই দিনে তিনটে ঘটনা ঘটল বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে নিয়ে। কর্ণাটকে দলের তুমুল বিরোধ মিটিয়ে ফেল মোদী ম্যাজিক। আবার প্রধানমন্ত্রী মনমোহন সিংকে এমন কটাক্ষ করলেন যা ফেসবুকে তুমুল জনপ্রিয় হল। আর শেষে এনডি-র শরিক দল শিবসেনার সমালোচনার মুখে পড়লেন।