Narendra Modi most popular PM candidate; Rahul, Manmohan far behind: Survey

প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে মোদী, পিছিয়ে রাহুল, মনমোহন

প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে মোদী, পিছিয়ে রাহুল, মনমোহন "২০১৪-র প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদী আবার কে?" না বিজেপির হয়ে প্রচার নয়। দেশের একটি প্রথম সারির সংবাদমাধ্যমের করা সমীক্ষায় উঠে এসেছে প্রধানমন্ত্রী পদপ্রার্থীদের মধ্যে সবথেকে `পপুলার` ও প্রাসঙ্গিক বিজেপির ঘোড়া নরেন্দ্র মোদীই। দাবার চাল হিসাব করেই দিচ্ছেন পক্ককেশ এই রাজনীতিবিদ।

সমীক্ষাকারী সংস্থার ফলাফল বলছে, ৩০ শতাংশ ভোটদানকারীরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান নরেন্দ্র দামোদর দাস মোদীকে। কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর পক্ষে দাঁড়িয়েছে ৯ শতাংশ ভোটদাতা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ঝুলিতে ৩ শতাংশ ভোট। সেখানে বিহার থেকে আসা নীতীশ কুমার পাচ্ছেন ১৫ শতাংশ সমর্থন। মোনমোহন সিং প্রার্থী হবেন না জানিয়ে দিলেও, সমীক্ষায় রাখা হয়েছে তাঁকেও। কিন্তু সমীক্ষায় মাত্র ১ শতাংশ ভোটদাতা চাইছেন মনমোহন সিং প্রধানমন্ত্রী দেখতে।

First Published: Tuesday, January 21, 2014, 14:24


comments powered by Disqus