Nerandra Modi - Latest News on Nerandra Modi| Breaking News in Bengali on 24ghanta.com
প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে মোদী, পিছিয়ে রাহুল, মনমোহন

প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে মোদী, পিছিয়ে রাহুল, মনমোহন

Last Updated: Tuesday, January 21, 2014, 14:24

"২০১৪-র প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদী আবার কে?" না বিজেপির হয়ে প্রচার নয়। দেশের একটি প্রথম সারির সংবাদমাধ্যমের করা সমীক্ষায় উঠে এসেছে প্রধানমন্ত্রী পদপ্রার্থীদের মধ্যে সবথেকে `পপুলার` ও প্রাসঙ্গিক বিজেপির ঘোড়া নরেন্দ্র মোদীই। দাবার চাল হিসাব করেই দিচ্ছেন পক্ককেশ এই রাজনীতিবিদ।