Last Updated: December 11, 2013 19:49

ফিক্সিংকাণ্ডে অভিযুক্ত শ্রীসন্থ কাল বিয়ে করছেন। কাল, বৃহস্পতিবার দুপুর ২.৩০টায় কোচিতে শ্রীসন্থের বিয়ে। পাত্রীর নাম ভুবনেশ্বরী কুমারি, রাজস্থানের রাজপরিবারের মেয়ে। শ্রীসন্থের দীর্ঘদিনের বন্ধু ভুবনেশ্বরী স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে যেদিন শ্রীসন্থ জেলে যান সেদিন নাকি দু চোখের পাতা এক করেননি।
শ্রীসন্থের বিয়েতে উপস্থিত থাকবেন বিজেপি-র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর। বলিউডের বেশ কয়েকজন তারকা অভিনেতাদেরও দেখা যেতে পারে।
তবে শোনা যাচ্ছে নিমন্ত্রিতদের তালিকায় সবচেয়ে অবাক করা নাম রাহুল দ্রাবিড়। যিনি আইপিএলে সেই কলঙ্কের অধ্যায়ে শ্রীসন্থের অধিনায়ক ছিলেন। রাগে যিনি এতদিন শ্রীসন্থকে নিয়ে একটাবারও মুখ খোলেননি।
শ্রীসন্থের এক ঘনিষ্ঠবন্ধু জানালেন ভারতীয় রীতি মেনেই এই বিয়ে হবে। শ্রীসন্থ পরবেন রাজস্থানের এক ডিজাইনারের বানানো পোশাক। বিয়ের ভোজসভায় থাকছে মালয়ালি খাবার। আজ মেহেন্দি অনুষ্ঠান হয়ে গেল।
First Published: Wednesday, December 11, 2013, 19:52