Last Updated: Wednesday, December 11, 2013, 19:49
ফিক্সিংকাণ্ডে অভিযুক্ত শ্রীসন্থ কাল বিয়ে করছেন। কাল, বৃহস্পতিবার দুপুর ২.৩০টায় কোচিতে শ্রীসন্থের বিয়ে। পাত্রীর নাম ভুবনেশ্বরী কুমারি, রাজস্থানের রাজপরিবারের মেয়ে। শ্রীসন্থের দীর্ঘদিনের বন্ধু ভুবনেশ্বরী স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে যেদিন শ্রীসন্থ জেলে যান সেদিন নাকি দু চোখের পাতা এক করেননি।