Sreesanth wedding - Latest News on Sreesanth wedding| Breaking News in Bengali on 24ghanta.com
কাল শ্রীসন্থের বিয়ে, উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী, বলিউডের অনেকে, নিমন্ত্রিত দ্রাবিড়ও!

কাল শ্রীসন্থের বিয়ে, উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী, বলিউডের অনেকে, নিমন্ত্রিত দ্রাবিড়ও!

Last Updated: Wednesday, December 11, 2013, 19:49

ফিক্সিংকাণ্ডে অভিযুক্ত শ্রীসন্থ কাল বিয়ে করছেন। কাল, বৃহস্পতিবার দুপুর ২.৩০টায় কোচিতে শ্রীসন্থের বিয়ে। পাত্রীর নাম ভুবনেশ্বরী কুমারি, রাজস্থানের রাজপরিবারের মেয়ে। শ্রীসন্থের দীর্ঘদিনের বন্ধু ভুবনেশ্বরী স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে যেদিন শ্রীসন্থ জেলে যান সেদিন নাকি দু চোখের পাতা এক করেননি।