narendra modi to be PM

গঙ্গা পারে দাঁড়িয়ে দেশকে ধন্যবাদ মোদীর

Tag:  Varanasi PM Modi
ভদোদরার পর বারাণসী। ভারতের তপোভূমিতে দাঁড়িয়ে নিরঙ্কুশ জয়ের জন্য দেশবাসীকে কৃতজ্ঞতা জানালেন ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশীর বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি গঙ্গা আরতিতেও অংশ নেন তিনি। দশাশ্বমেধ ঘাটে দাঁড়িয়ে দেশকে আবর্জনা মুক্ত করার কর্মসূচি ঘোষণা করেছেন মোদী। কাশীর গঙ্গা সাফাই অভিযান দিয়ে সেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

বারাণসী। ভারতের মন্দির শহর। গত দেড় মাস ধরে এই বারাণসীই ছিল নরেন্দ্র মোদীর রণভূমি। নির্বাচনের ফল ঘোষণার পরের দিন সেখানেই ফিরে এলেন দেশের ভাবী প্রধানমন্ত্রী। ফিরে এলেন বিপুল জয়ের জন্য এখানকার মানুষকে কৃতজ্ঞতা জানাতে।

মোদীর জন্য সেজে উঠেছিল বারাণসীও। আলো, শামিয়ানা, লাল গালিচায় সেজে উঠেছিল দশাশ্বমেধ। কাশী পৌছে প্রথমেই বিশ্বনাথ মন্দিরে রুদ্রাভিষেক পুজো দেন মোদী। সঙ্গে ছিলেন বিজেপি সভাপতি রাজনাথ সিং এবং তাঁর বিশ্বস্ত সেনাপতি অমিত শাহ। এরপর সকলে দশাশ্বমেধ ঘাটে চলে আসেন। সেখানে মোদী রাজনাথরা গঙ্গা আরতিতে অংশ নেন।

ভোটপ্রচার পর্বে এই বারাণসীতেই সভা করতে গিয়ে বাধা পেয়েছিলেন নরেন্দ্র মোদী। তিনি সভা করলে উত্তেজনা ছড়াতে পারে। এই আশঙ্কায় তাঁর সভার অনুমতি দেওয়া হয়নি। মোদীর বক্তব্যে উঠে এসেছে সেদিনের কথাও।

ক্ষমতায় এলে প্রথমেই কী কী কাজে গুরুত্ব দেবেন, নির্বাচনের ফল ঘোষণার আগেই তার ইঙ্গিত দিয়েছিলেন মোদী। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার আগে দশাশ্বমেধ ঘাটে দাঁড়িয়ে ঘোষণা করলেন ভারতকে আবর্জনা মুক্ত করার কর্মসূচি। কাশীর গঙ্গা সাফাই দিয়ে শুরু হবে সেই অভিযান। ভাবী প্রধানমন্ত্রীকে ঘিরে শনিবার এভাবেই সারাদিন সরগরম রইল বারাণসী।

First Published: Sunday, May 18, 2014, 11:43


comments powered by Disqus