Last Updated: Tuesday, March 25, 2014, 08:40
দক্ষিণ ভারত মহাসাগরে সলিল সমাধি হয়েছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের নিখোঁজ বিমান এম এইচ থ্রি সেভেন জিরোর। নতুন তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌছনোর কথা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রজক। বিমান ভেঙে পড়ার কথা দুশো উনচল্লিশ জন যাত্রীর পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।ষোলোদিন ধরে তন্নতন্ন করে খোঁজাখুজি। তল্লাসিতে একসঙ্গে পঁচিশটা দেশ। কিন্তু, কোনও হদিশই পাওয়া যাচ্ছিল না বিমানটির। কোথায় গেল? কোনও দুর্ঘটনার কবলে পড়েছে, নাকি অপহরণ করা হয়েছে আস্ত বিমানটিকেই? এরকম হাজারো প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছিল, তখনই একের পর এক উপগ্রহ চিত্র সামনে এনে দিয়েছিল চিন আর ফ্রান্স। চিনের উপগ্রহ দেখিয়েছিল দক্ষিণ ভারত মহাসাগরে ভাসমান বস্তু। আর ফ্রান্স বলেছিল তার কাছাকাছিই আছে ধ্বংসাশেষ। আশঙ্কার মেঘটা তখন থেকেই ঘন হতে শুরু করে। শেষপর্যন্ত উপগ্রহ চিত্র খতিয়ে দেখেই মালয়েশিয়া প্রশাসন জানাল, দক্ষিণ ভারত মহাসাগরেই সম্ভবত ভেঙে পড়েছে বিমানটি।