Narendra Modi to hold three rallies in Northeast today

আজ উত্তরপূর্ব ভারতে তিনটি সমাবেশ মোদীর

 আজ উত্তরপূর্ব ভারতে তিনটি সমাবেশ মোদীর উত্তর পূর্ব ভারতে একদিনে তিনটি সমাবেশে ভাষণ রাখবেন ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। প্রথম সভা অসমের শিলচরে, দ্বিতীয়টি অরুনাচল প্রদেশের পাসিঘাট। ত্রিপুরার আগরতলায় শেষ সভা করবেন মোদী। আজ বেশ টানা সমাবেশের কাজ গুজরাত মুখ্যমন্ত্রীর। একইদিনে তিন বার মোদীকে শুনতে পারবে জনতাও।

সপ্তাহ খানেক আগে অসমের মুখ্যমন্ত্রী তরুণ গোগোই রাজ্যবাসীকে মোদীর আমন্ত্রের ব্যবস্থা করতে বলেছিলেন। মোদীকে অসমের `অতিথি` বলে অভিবাদন জানিয়েছিলেন তিনি।

অরুনাচল প্রদেশে `বিজয় সঙ্কল্প যাত্রায়` বক্তব্য রাখবেন মোদী। শিলচরের সমেবেশের পর তিনি আসবেন পাসিঘাটের দলীয় কার্যালয়ে।

First Published: Saturday, February 22, 2014, 11:45


comments powered by Disqus