primeministrarial ca - Latest News on primeministrarial ca| Breaking News in Bengali on 24ghanta.com
 আজ উত্তরপূর্ব ভারতে তিনটি সমাবেশ মোদীর

আজ উত্তরপূর্ব ভারতে তিনটি সমাবেশ মোদীর

Last Updated: Saturday, February 22, 2014, 11:45

উত্তর পূর্ব ভারতে একদিনে তিনটি সমাবেশে ভাষণ রাখবেন ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। প্রথম সভা অসমের শিলচরে, দ্বিতীয়টি অরুনাচল প্রদেশের পাসিঘাট। ত্রিপুরার আগরতলায় শেষ সভা করবেন মোদী। আজ বেশ টানা সমাবেশের কাজ গুজরাত মুখ্যমন্ত্রীর। একইদিনে তিন বার মোদীকে শুনতে পারবে জনতাও।