Last Updated: June 30, 2013 17:35

তিনি এলেন, বসলেন, দেখলেন। স্থান গুজরাতের গান্ধী নগর। উপলক্ষ, তরুণ ছাত্রদের সঙ্গে আড্ডা। প্রধান অতিথি গুজরাতের রূপকার নরেন্দ্র মোদী। কিন্তু কী দেখলেন তিনি? গুজরাতে সংখ্যালঘুদের সমস্যা নিয়ে স্লাইড শো। শুধু দেখলেনই না, কাজের প্রশংসাও করলেন মোদী।
সাইদ জাফর মহম্মদ তাঁর তৈরি স্লাইড শোতে গুজরাত দাঙ্গার সময় সংখ্যালঘুদের সমস্যার কথাও তুলে ধরেছেন। এমনকী, ২০০২ সালের সেই রক্তাক্ত গুজরাতে নিঃস্ব হওয়া সংখ্যালঘুদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ হয়নি বলে তুলে ধরেছেন উপস্থাপক। স্লাইড শোর শেষে মোদী যা বললেন, তা আসরে শোরগোল ফেলার জন্য যথেষ্ট। তিনি বলেন, "এটা খুব ভাল, আমি এটাকে মেনে নিচ্ছি।"
তবে রাজনৈতিক মহলের ব্যাখ্যা মোদীর চোখে এখন মিশন ২০১৪। তাই সমাজের বৃহত্তর অংশে গ্রহণযোগ্যতা তুলে ধরতেই মহম্মদকে অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়ছে। জাফর মহম্মদও মনে করেন তেমনটাই। তিনি বলেন, "হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আমাদে ডাকার উদ্দেশ্য ওটাই।" প্রথমটায় অনুষ্ঠানে আসতে না চেয়েও, পরে খানিকটা নিমরাজি হয়েই যে অনুষ্ঠানে এসেছেন তিনি, তাও জানিয়েছেন মহম্মদ। তিনি আরও বলেন, "আমি খুব খুশি। আশা করি দেশের মানুষের স্বার্থে এটি কাজে আসবে।"
First Published: Sunday, June 30, 2013, 17:35