Last Updated: October 29, 2013 17:12

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আর তাঁর গুজরাতের কাউন্টারপার্ট বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর মধ্যে রাজনৈতিক দড়ি টানাটানি অব্যাহত। সেই পথে হেঁটেই আজ ফের মোদীর বিরুদ্ধে গলা চড়ালেন নীতিশ কুমার। র্যালির নাম হুঙ্কার রাখার মধ্যেই মোদীর ঔদ্ধত্য প্রকাশ পায়ে বলে দাবি করেছেন জেডিইউ প্রধান।
জেডিইউয়ের সঙ্গে বিজেপির ১৭বছরের শরিকি গাঁটছাড়া ছিন্ন করার জন্য সরাসরি মোদীর দলকেই দুষেলেন নীতিশ।
মোদীর ভাষার কড়া সমালোচনা করে বিহারের মুখ্যমন্ত্রী ব্যঙ্গাত্মকভাবে মন্তব্য করেছেন ``আমি শুনেছি গুজরাতের মানুষজন আইসক্রিমের ভক্ত। কিন্তু তার মিষ্টি ছোঁয়া কেন যে সেখানকার মুখ্যমন্ত্রীর কথায় লাগে না তা কে জানে?``
``মোদীর লালকেল্লার স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে`` মন্তব্য নীতিশের। মোদীকে নিয়ে বিজেপির উৎসাহ, প্রচারেরও তির্যক সমালোচনা করতে ছাড়েননি নীতিশ। জানিয়েছেন মোদী কেন্দ্রিক জনপ্রিয়তার যে হাওয়া চলছে দেশজুড়ে সেটা পুরোটাই বিজেপির তৈরি করা।
মোদীকে অপ্রতক্ষ্যভাবে প্রধানমন্ত্রী পদের অযোগ্য বলে দাবি প্রধানমন্ত্রী অনেক বেশী `সাহসী` ও `ধৈর্যশীল` হতে হয় বলে দাবি করেছেন নীতিশ।
এর সঙ্গেই গান্ধী ময়দানে রাজ্যস্তরে নিরাপত্তার অভাব নিয়ে বিজেপি যে আক্রমণ শানিয়েছে বিহার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাকে আজকের বক্তব্যে কার্যত উড়িয়েই দিলেন নীতিশ।
First Published: Tuesday, October 29, 2013, 17:13