Last Updated: Friday, November 8, 2013, 19:21
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের জনসভায় বাংলার মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার হয়ে দিল্লির সঙ্গে লড়াই করেন। কিন্তু উত্তরপ্রদেশে সে ছবি দেখা যায়নি। তৃণমূল নেত্রীর সঙ্গে তুলনা টেনে প্রশংসা করার পাশাপাশি কংগ্রেসকেও একহাত নেন মোদী। সিবিআই, ইন্ডিয়ান মুজাহিদিন মিলে এবার কংগ্রেসের জয় নিশ্চিত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।