Last Updated: May 11, 2013 22:29

বলিউডের নতুন গ্ল্যামার গার্ল নার্গিশ ফাগরিকে এবার দেখা যাবে আইটেম নম্বরে। `রকস্টার` খ্যাত এই অভিনেত্রী খোলামেলা পোশাকে কোমর দোলাবেন `ফাটা পোস্টার নিকলা হিরো` সিনেমায়। এই সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করবেন শাহিদ কাপুর, নায়িকা এলিনা ডিক্রুজা।
শোনা যাচ্ছে নার্গিশ আইটেম নম্বরটি করবেন বরফের উপর। নার্গিশ এখন বলিউডে প্রতিশ্রুতিবান অভিনেত্রীদের তালিকায় উপরের দিকে আছেন। যশরাজ ফিল্মসের ছবির ব্যানারে তাঁকে অভিনয় করতে দেখা যাবে। তবে নার্গিশের পরবর্তী সিনেমার নাম `মাদ্রাজ ক্যাফে` জন আব্রাহামের বিপরীতে।
First Published: Saturday, May 11, 2013, 22:29