Last Updated: Saturday, May 11, 2013, 22:29
বলিউডের নতুন গ্ল্যামার গার্ল নার্গিশ ফাগরিকে এবার দেখা যাবে আইটেম নম্বরে। `রকস্টার` খ্যাত এই অভিনেত্রী খোলামেলা পোশাকে কোমর দোলাবেন `ফাটা পোস্টার নিকলা হিরো` সিনেমায়। এই সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করবেন শাহিদ কাপুর, নায়িকা এলিনা ডিক্রুজা।