Last Updated: April 4, 2013 18:01

সুনীল নারিনের হাতকে সোনার হাত বলে বর্ণনা করলেন সৌরভ গাঙ্গুলি। তাঁর স্পিনের জাদুতে প্রথম ম্যাচেই কুপোকাত হয়েছে দিল্লি ডেয়ার ডেভিলস। ভারতের প্রাক্তন অধিনায়ক মনে করেন এবারের আইপিএলেও নারিন গৌতম গম্ভীরের তুরুপের তাস। কারণ এখনও নারিনের বোলিংয়ের কারিকুরি দুর্বোধ্য ধাঁধা ব্যাটসম্যানদের কাছে।
পাশাপাশি নাইট রাইডার্সের বোলিং লাইন আপকেও আইপিএলের দলগুলির মধ্যে অন্যতম সেরা লাইন আপ বলে মানছেন সৌরভ। প্রথম ম্যাচে গৌতম গম্ভীরের ব্যাটিং পারফরম্যান্সেও খুশি সৌরভ। তিনি আশা করেন গম্ভীর এই ফর্ম ধরে রাখতে পারবেন টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে।
First Published: Thursday, April 4, 2013, 18:01