Last Updated: Thursday, April 4, 2013, 18:01
সুনীল নারিনের হাতকে সোনার হাত বলে বর্ণনা করলেন সৌরভ গাঙ্গুলি। তাঁর স্পিনের জাদুতে প্রথম ম্যাচেই কুপোকাত হয়েছে দিল্লি ডেয়ার ডেভিলস। ভারতের প্রাক্তন অধিনায়ক মনে করেন এবারের আইপিএলেও নারিন গৌতম গম্ভীরের তুরুপের তাস। কারণ এখনও নারিনের বোলিংয়ের কারিকুরি দুর্বোধ্য ধাঁধা ব্যাটসম্যানদের কাছে।