বিমান দুর্ঘটনা থেকে কোনও রকমে রক্ষা পেলেন রাহুল গান্ধী

বিমান দুর্ঘটনা থেকে কোনও রকমে রক্ষা পেলেন রাহুল গান্ধী

বিমান দুর্ঘটনা থেকে কোনও রকমে রক্ষা পেলেন রাহুল গান্ধীবিমান দুর্ঘটনা থেকে কোনওরকমে রক্ষা পেলেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের রায়বেরালি থেকে ব্যক্তিগত বিমানে দিল্লিতে ফেরার সময় এই দুর্ঘটনার মুখে পড়েন রাহুল। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রাহুলের বিমান মাটি ছোঁয়ার কিছু আগে রানওয়েতে ভারতীয় বায়ুসেনার এক বিমানের সামনে পড়ে যায়। বরাতজোরে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে যায় রাহুলের বিমান।

সূত্রের খবর, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রাহুলের ব্যক্তিগত বিমান ল্যান্ডিংয়ের অনুমতি পায়। কিন্তু সেইসময় একই রানওয়েতে ভারতীয় বায়ুসেনার লিউসিন এয়ারক্রাফট ওড়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে ভুল হয়েছে বুঝতে পেরে রাহুলের বিমানের চালককে ওয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে জানানো হয় অন্য রানওয়েতে নামতে। কয়েক মুহূর্তের এদিক ওদিক হলে বড় দুর্ঘটনা ঘটে যেত।

ডিজিসিএ-পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

First Published: Thursday, December 12, 2013, 11:29


comments powered by Disqus