Last Updated: February 11, 2014 17:35

লাভপুর কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকাকে ভর্তসনা করল জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন মমতা শর্মা। আজ ঘটনাস্থলে পৌঁছে তিনি বলেন, পুলিস প্রশাসনের ভূমিকায় হতাশ মহিলা কমিশন। একজন আদিবাসী মহিলা ধর্ষিত হলে সরকারের যে পদক্ষেপ নেওয়া উচিত সেসবও নেয়নি রাজ্য।
গতকালই বিধানসভায় দাঁড়িয়ে আইনশৃঙ্খলা ইস্যুতে সরকারকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন রাজ্যপাল এম কে নারায়ণন। তার ঠিক একদিন পরেই নারী নির্যাতন ইস্যুতে রাজ্য সরকারকে একহাত নিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন মমতা শর্মা।
লাভপুর কাণ্ডে সরকারের ভূমিকায় ক্ষুব্ধ মহিলা কমিশন। একজন আদিবাসী মহিলা নির্যাতিত হলে সরকারের যে যে পদক্ষেপ নেওয়া উচিত তার কোনওটাই নেয়নি এ রাজ্যের সরকার।
কমিশনের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে এ রাজ্য নারী নির্যাতনে দেশের মধ্যে এক নম্বরে। ধর্ষণে দেশের মধ্যে দু নম্বরে বাংলা। তারপরেও বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপাল বলেছেন বাংলার আইনশৃঙ্খলার অবস্থা যথেষ্ট ভাল। নারী নির্যাতন ইস্যুতে বারবার ভর্তসিত হলেও সরকার যে এই বিষয়ে বিশেষ চিন্তিত নন, রাজ্যপালের বক্তব্য তার প্রমাণ।
First Published: Tuesday, February 11, 2014, 17:35