Last Updated: Tuesday, February 11, 2014, 17:35
লাভপুর কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকাকে ভর্তসনা করল জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন মমতা শর্মা। আজ ঘটনাস্থলে পৌঁছে তিনি বলেন, পুলিস প্রশাসনের ভূমিকায় হতাশ মহিলা কমিশন। একজন আদিবাসী মহিলা ধর্ষিত হলে সরকারের যে পদক্ষেপ নেওয়া উচিত সেসবও নেয়নি রাজ্য।