Last Updated: December 18, 2013 22:36

বেতনবৃদ্ধি সহ চারদফা দাবিতে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটে সামিল ১১ লক্ষ কর্মী ও অফিসার। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের ডাকা আজকের ধর্মঘটে বিঘ্নিত ব্যাঙ্ক পরিষেবা। ইউনিয়ন নেতারা জানিয়েছেন, ধর্মঘটের আওতায় রাখা হয়েছে এটিএম পরিষেবাও। সারা দেশে ধর্মঘটের সরাসরি প্রভাব পড়েছে প্রায় ৮০ কোটি গ্রাহকের ওপর।
শেষবার বেতন বেড়েছিল ২০০৯ সালে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের এরপর বেতন বেড়েছে বেন কমিশনের সুপারিশ অনুযায়ী। বেড়েনি ব্যাঙ্ক কর্মচারিদের বেতন। পুরনো বেতনক্রমের মেয়াদ শেষ হয়েছে ২০১২ সালের অক্টোবরে। ২০১২ সালের পয়লা নভেম্বর নয়া বেতনক্রমের দাবিতে পরিচালন পর্ষদের কাছে জমা পড়েছে আবেদন। কাজ হয়নি। সম্প্রতি পরিচালন পর্ষদ জানিয়েছে, মাত্র ৫% হারে বেতন বৃদ্ধি করতে রাজি তারা। অবমাননাকর এই প্রস্তাবের প্রতিবাদে বুধবার দেশের ১১ লক্ষ ব্যাঙ্ক কর্মচারি ও অফিসার একদিনের ধর্মঘটে গেলেন। এটিএম নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাও স্থায়ীকরণের দবিতে যোগ দিলেন ধর্মঘটে। ফলে বেসরকারি লজিসটিক সংস্থা এটিএমে মঙ্গলবার রাতে টাকা ভরলেও তা তোলার জন্য এটিএমের ঝাঁপ খুললনা বুধবার। পরিষেবাবিহীন দিন কাটালেন দেশের ৮০ কোটি ব্যাঙ্ক গ্রাহক।
বেতনবৃদ্ধি ছাড়াও তিনটি মূল দাবিতে বুধবারের ধর্মঘট। এরমধ্যে রয়েছে সংস্কারের নামে বেসরকারিকরণ বন্ধ রাখা, ক্যাজুয়াল কর্মীদের স্থায়ীকরণ, ব্যাঙ্কের সম্পত্তি হস্তান্তর রোধ।
First Published: Wednesday, December 18, 2013, 22:36