Last Updated: August 27, 2013 16:44

নভজৎ সিং সিধু নিরুদ্দেশ। খোঁজ দিতে পারলে মিলবে নগদ দু` লক্ষ টাকা। নিজের লোকসভা কেন্দ্রে প্রাক্তন ক্রিকেটার অধুনা বিজেপি সাংসদের দেখা মেলা ভার। সিধুর অদর্শনে বীতশ্রদ্ধ হয়ে অমৃতসরের দেওয়ালে পোস্টার ফেললেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।
অমৃতসর সংঘর্ষ সমিতির সভাপতি রামন বক্সী জানিয়েছেন তাঁরা সিধুর আচরণে অত্যন্ত বিরক্ত। তাঁদের অভিযোগ অঞ্চলের সমস্যায় প্রয়োজনে কখনই বিজেপি সাংসদের খোঁজ পাওয়া যায়নি। প্রয়োজনতো কোন ছাড় কালে ভদ্রেও নিজের নির্বাচনী কেন্দ্রে দেখা মেলে না সিধুর। অমৃতসরবাসীর সিধু দর্শনের একমাত্র উপায় একগাদা হিন্দি টেলিভিশন শো।
নির্বাচনের আগে অমৃতসরকে প্যারিস (অনেকটা কলকাতাকে লন্ডন বানাবার মত আর কী) বানাবার প্রতিশ্রুতি দিয়েছিলেন সিধু। সিধুর বিরুদ্ধে অমৃতসরের দেওয়ালে আঁটা পোস্টারে তাঁকে বিশ্বাসঘাতকও বলা হয়েছে।
রামন বক্সী জানিয়েছেন কর সমস্যার সঙ্গে সঙ্গে অমৃতসর জুড়ে এখন বালির অপ্রতুলতা চলছে। যখনই তাঁদের সাংসদকে ফোন করা হয়েছে তাঁর সহকারী ফোন ধরে বলেছেন `সিধু এখন ব্যাস্ত আছেন।`
বক্সী জানিয়েছেন বাধ্য হয়েই সিধুকে খুঁজে দিলে দু`লক্ষ টাকার পুরষ্কার ঘোষণা করেছেন তাঁরা। তবে এখনও পর্যন্ত কেউই সিধুর সন্ধান দিয়ে উঠতে পারেননি।
First Published: Tuesday, August 27, 2013, 16:50