Last Updated: Thursday, February 21, 2013, 14:53
ফিরিয়ে দেওয়ার তত্ত্বে বিশ্বাস করেন না। সেই কারণেই ব্রিটিশ উপনিবেশের সময় হৃত কোহিনুর ভারতকে ফিরিয়ে দেবে না ব্রিটেন। জালিওয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকে `লজ্জাজনক` বলে আখ্যা দিলেও উপনিবেশের প্রাপ্তি `কোহিনুর` যে রানির সম্পত্তি সেকথা জানিয়ে দিলেন ভারতে সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। রানির মুকুটে খচিত ১০৫ ক্যারাটের এই হিরে বর্তমানে টেমসের তীরে টাওয়ার অফ লন্ডনে শোভা পাচ্ছে। হিরেটি রানি এলেজাবেথের মা কুইন মাদারের সময় রানির মুকুটে খচিত হয়।