বিহারে মাওবাদী হানা, আইজি সহ মৃত ৬ পুলিসকর্মী

বিহারে মাওবাদী হানা, আইজি সহ নিহত ৬ পুলিসকর্মী

বিহারে মাওবাদী হামলায় পুলিসের ইন্সপেক্টর জেনারেল সহ ৬ জন পুলিসকর্মী প্রাণ হারিয়েছেন। বিহারের অরঙ্গাবাদ জেলায় একটি পুলিসবাহিনীর ওপর ল্যন্ডমাইন হামলা হানে মাওবাদীরা।

হামলায় বিহারের ইন্সপেক্টর জেনারেল সুশীল খোপদে ও থান্ডোয়া থানার অফিসার ইনচার্জ অজয় কুমারের মৃত্যু হয়েছে। থান্ডোয়া থানা থেকে ফেরার পথে হামলার শিকার হয় পুলিসবাহিনী। পুলিস সূত্রে খবর, নবীনগড়ে পেট্রোলিং করার সময় এই ঘটনাটি ঘটে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

(এখনও পর্যন্ত পাওয়া খবর অনুয়ায়ী)

First Published: Tuesday, December 3, 2013, 20:53


comments powered by Disqus