কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে এনবিএসটিসিতে বিক্ষোভ

কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে এনবিএসটিসিতে বিক্ষোভ

Tag:  NBSTC aggitation lay off depot
কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে এনবিএসটিসিতে বিক্ষোভআর ছ`মাস। তারপর রাষ্ট্রায়াত্ব পরিবহণ সংস্থাগুলির দায়িত্ব রাজ্য সরকার নেবে না বলে জানিয়ে দিয়েছে পরিবহণমন্ত্রী মদন মিত্র। এর প্রথম কোপ গিয়ে পড়েছে সংস্থাগুলির অস্থায়ী কর্মীদের ওপর। স্বনির্ভরতার লক্ষ্যে ব্যায় সংকোচ করতে শুরু হয়েছে ছাঁটাই। প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বিভিন্ন ডিপোয়। আলিপুরদুয়ার ডিপোর ২৫ জন অস্থায়ী কর্মীকে ছাঁটাইয়ের প্রতিবাদে সকাল থেকে গেট আটকে শুরু হয়েছে ধরনা। বিক্ষোভের জেরে ওই ডিপো থেকে বেরোতে পারেনি কোনও বাস। সংস্থার বহরমপুর শাখায় ছাঁটাই হয়েছেন ৩১ জন কর্মী। প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে ডিভিশনাল ম্যানেজারের অফিসের সামনে। রাজ্য সরকারের অধীনস্ত ৫টি রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় ১৮ হাজারেরও বেশি কর্মী কাজ করেন। গত সেপ্টেম্বর থেকে তাঁদের বেতন অনিয়মিত। গত সপ্তাহে পরিবহণ মন্ত্রী স্থায়ী কর্মীদের বেতন আরও ছ`মাস চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেও, বহু কর্মীর জানুয়ারি মাসের বেতন এখনও বকেয়া রয়েছে। এরই মাধ্যে শুরু হয়েছে অস্থায়ী কর্মীদের ছাঁটাই। 

First Published: Wednesday, February 1, 2012, 15:14


comments powered by Disqus