Last Updated: Monday, July 7, 2014, 19:55
কলকাতায় বিজেপি দফতরের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। রাজ্য বিজেপি সভাপতি রাহুল সিনহার সাংবাদিক বৈঠক চলাকালীনই এই বিক্ষোভ হয়। ইস্যু ছিল হরিয়ানার বিজেপি নেতা ওপি ধানকরের বিতর্কিত মন্তব্য। গত শুক্রবার কৃষক মহাসম্মেলনে ভাষণ দিতে গিয়ে ধানকর বলেছিলেন, হরিয়ানায় বহু গ্রামে যে সমস্ত অবিবাহিত পুরুষ রয়েছেন তাঁদের জন্য বিহার থেকে স্ত্রী আনাই যায়। হরিয়ানায় স্ত্রী-পুরুষের সংখ্যায় বৈষম্য দূর করতেই নাকি এই উপায় বাতলেছিলেন ওই বিজেপি নেতা।